হোম > রাজনীতি

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

স্টাফ রিপোর্টার

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইনের নেতৃত্বে “রান উইথ মোবারক” শীর্ষক একটি বিশেষ দৌড় প্রতিযোগিতা ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর আয়োজিত অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা উত্তর আমির ও ঢাকা-১৩ আসনের সদস্য সচিব মো. আব্দুল আউয়াল আজম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মো. শফিউর রহমান, থানা নায়েবে আর আব্দুল আজিজ সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় স্বাস্থ্যসচেতন তরুণ-যুবক ও সাধারণ মানুষ।

মোবারক হোসাইন বলেন, ডায়াবেটিস একটি নীরব বৈশ্বিক মহামারি। কিন্তু সচেতনতা, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে এ রোগ সহজেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের আজকের ‘রান উইথ মোবারক’ কর্মসূচি শুধু দৌড় নয়-এটি একটি স্বাস্থ্যসচেতন সমাজ গড়ার প্রতিশ্রুতি।

তিনি আরো বলেন, ঢাকা-১৩ আসনে সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম অঙ্গীকার। আমরা চাই প্রতিটি পরিবার সুস্থ থাকুক, প্রতিটি মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুক। ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সুস্থ ও কর্মক্ষম একটি প্রজন্ম গড়তে আমরা ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন চালিয়ে যাব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দীপনা, প্রাণবন্ত উপস্থিতি ও দৌড় প্রতিযোগিতার মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যভিত্তিক কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকাবাসীর মাঝে স্বাস্থ্যসচেতনতা আরও বিস্তৃত হয়।

পাবনা-২ আসনে এনসিপির মনোনয়ন তুললেন মুহাম্মাদ আসাদুল্লাহ

একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী

রাজধানীতে আ. লীগ ও অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ মাসুমের

সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে

এনসিপির ১ হাজার ১১ মনোনয়ন বিক্রি, লক্ষ্যমাত্রা ৩ হাজার

যে লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল তা অর্জন করতে সরকার ব্যর্থ হয়েছে

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের