ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল দলটির নেত্রী তাসনিম জারার। তবে গত ২৭ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
তাসনিম জারা কেন এনসিপি ছেড়েছেন, তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অবশেষে মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।
তাসনিম জারা বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
তিনি বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহির কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা।
এনসিপির সাবেক এই নেত্রী বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।