হোম > রাজনীতি

নির্বাচনি জোট নিয়ে জমিয়তের দুই অংশে হতাশা

রকীবুল হক

ফাইল ছবি

আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় আছে জমিয়তে উলামায়ে ইসলামের দুটি অংশ। একইধরণের প্রত্যাশা ছিল ইসলামী ঐক্যজোটের একাংশের। তবে দলটি থেকে এখনো তেমন কোন নিশ্চয়তা পায়নি সংশ্লিষ্টরা। এরইমধ্যে এসব দলের কাঙ্খিত অধিকাংশ আসনেই বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে সংশ্লিষ্টদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে ভিন্ন চিন্তা করছেন সমঝোতা প্রত্যাশী কেউ কেউ। বিএনপি থেকে কাঙ্খিত আসন না পেলে প্রয়োজনে এনসিপি জোটে যাওয়ার আভাস দিয়েছে জমিয়তের একাংশ। আর সংশ্লিষ্ট শীর্ষ মুরব্বিদের সঙ্গে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানাবে ইসলামী ঐক্যজোটের একাংশ। তবে জমিয়তের আরেকটি অংশ বিএনপি থেকে অন্তত একটি আসন পাওয়ার চেষ্টায় আছে বলে জানা গেছে।

জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী আমার দেশকে জানান, বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতার বিষয়ে কথাবার্তা হচ্ছে, তবে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা ১২/১৩ টি আসনে প্রার্থী দিতে চাই। কাঙ্খিত আসন না পেলে আমরা এনসিপি জোটে যেতে পারি। তাদের পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে।

তবে দলের আরেক নেতা জানান, এরইমধ্যে তাদের কাঙ্খিত অনেক আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। অবশ্য এখনো চারটি আসন ফাঁকা রয়েছে। তবে সেগুলোর বিষয়েও কিছু নিশ্চিত করা হয়নি। চার আসনে প্রত্যাশীরা হলেন- সিলেট-৫ জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-২, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

এদিকে জমিয়তের আরেকাংশের প্রত্যাশা ছিল চারটি আসন। সেগুলো হলো- কুমিল্লা-৬ আসনে দলের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যশোর-৫ মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সুনামগঞ্জ-৩ সৈয়দ তালহা আলম এবং সুনামগঞ্জ-১ হাফেজ রশিদ আহমদ। তবে এসব আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে সংশ্লিষ্টদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে।

জমিয়তের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম জানান, আসন বরাদ্দ পাওয়া নিয়ে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এ সময় তিনি আমাদের বিষয়ে আন্তরিকতা প্রকাশ করেছেন। যশোর-৫ আসনে (এরইমধ্যে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে) আমাদের প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। এছাড়া আমার আসন সহ অন্যগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস জানিয়েছেন।

এদিকে বিএনপির সঙ্গে নির্বাচন করার বিষয়ে আগ্রহী থাকলেও এখনো কোন সাড়া পায়নি ইসলামী ঐক্যজোটের একাংশ। এ বিষয়ে দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, বিএনপির সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে আমাদের আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি, তারাও কোন প্রস্তাব দেয়নি। তবে নির্বাচন নিয়ে আমাদের শীর্ষ আলেমদের (হেফাজতসহ) সঙ্গে পরামর্শ করে খুব দ্রুতই সিদ্ধান্ত ঘোষণা করবো।

জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান এনসিপির, পাল্টাপাল্টি অভিযোগ

জাপা-জেপির জোটের সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক নাই

আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি দেখছি, লেভেল প্লেয়িং ফিল্ড নেই

যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন মঙ্গলবার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না

ঢাকা–১০ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব

আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন

আওয়ামী দোসরদের নতুন জোটে আছে যেসব দল

আমরা ধর্ম নিয়ে কাজ করি, ব্যবহার করি না