শিক্ষকদের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. মোস্তফা জামান।
বুধবার সকালে রাজধানীর উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একমাত্র অপরাজনীতির কারণে শিক্ষকদের সম্মান নষ্ট হচ্ছে। শিক্ষকদের রাজনীতি না করে শিক্ষার্থীদের শিক্ষাকে কীভাবে বৃদ্ধি করা যায়, সেদিকে মনোযোগী হতে হবে। শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সময় শিক্ষকরা শুধু আমাদের মানুষ করতে ‘পড়াশোনার রাজনীতি’ করেছেন। এখন কিছু শিক্ষক রাজনীতির সাথে জড়িত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। তাদের কারণে শিক্ষকদের সম্মান অনেকটাই কমে গেছে। তাই দয়া করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, তাদের এখন রাজনীতি করার দরকার নেই। আর তোমার যারা শিক্ষার্থী আছো, তোমাদের সময় হলে রাজনীতিতে যুক্ত হবে। এখন পড়াশোনার সময়, তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করো।
মোস্তফা জামান বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমা পাওয়ার যোগ্য না। তাদের ভেতরে কোনো অনুশোচনা নেই। চব্বিশের জুলাই-আগস্টে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ক্ষমা চায়নি; বরঞ্চ তারা পালিয়ে গিয়ে বিদেশে বিভিন্ন মানুষজনকে হয়রানি করে দেশের সুনাম ক্ষুন্ন করায় ব্যস্ত। আওয়ামী লীগ যেন দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় দল-মত নির্বিশেষে সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলের উন্নয়ন কাজে পাশে থাকার অনুরোধ জানান বিএনপির এই নেতা।
কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী আল মামুন রাসেল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।