হোম > রাজনীতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাই পর্বে উত্তীর্ণ খেলাফত মজলিসের ৭২ জনের মধ্যে অর্ধশতাধিক প্রার্থী শেষ দিন মঙ্গলবার তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় ঐক্যের আসন সমঝোতার অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থীগণ স্ব স্ব জেলা রিটার্নিং অফিসে এই প্রত্যাহারপত্র জমা দেন। এই সময় দলীয় নেতা কর্মী ও ১০ দলীয় ঐক্যের শরিক দলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ঐক্যের অন্তর্ভুক্ত বাকি ৯ দলের সমর্থনে এই প্রার্থীতা প্রত্যাহার করা হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের আসনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে খেলাফত মজলিস।

তবে দলটির ২০ জন প্রার্থী এখনো বহাল আছে বলে জানা গেছে। এরমধ্যে ১১ টি আসনে ১০ দলীয় জোটের সমঝোতায় একক প্রার্থী। বাকি নয়টিতে উন্মুক্ত হিসেবে অন্য শরিক প্রার্থীদের পাশাপাশি তাদের প্রার্থী রয়েছে বলে দলটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানিয়েছেন।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে খেলাফত মজলিস ২৫৮ সংসদীয় আসনে দলীয় প্রার্থীদেরকে মনোনয়ন প্রদানের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এরপর উল্লেখযোগ্য সংখ্যক আসন শরিকদের ছেড়ে দিয়ে মাত্র ৭৪ টি আসনে মনোনয়নপত্র জমা দেয় খেলাফত মজলিস। কিন্তু ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য টিকিয়ে রাখার স্বার্থে চূড়ান্তভাবে অর্ধ শতাধিক আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মঙ্গলবার খেলাফত মজলিসের প্রার্থীগণ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অবশিষ্ট প্রার্থীরা ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করবেন।

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে

যে কারণে নির্বাচনে জিততে পারে বিএনপি

পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি

ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি

কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের