বিবৃতিতে নাগরিক কোয়ালিশন
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ গ্যাজেট প্রকাশ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে নাগরিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। একই সঙ্গে গণভোট আয়োজনে দেশের সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে তারা। কারণ, ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এটির পূর্ণ বাস্তবায়ন দুরূহ হবে বলে মনে করছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নাগরিক কোয়ালিশনের প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়।
সংগঠনটির সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার (বৃহস্পতিবার) ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শিরোনামে একটি গ্যাজেট প্রকাশ করেছে। গ্যাজেট প্রকাশের আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এই আদেশ প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরেন এবং সবাইকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ও ভবিষ্যতের সব সরকারের জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য গণভোট আয়োজনের রূপরেখা তুলে ধরেন। নাগরিক কোয়ালিশন এই আদেশ প্রণয়নকে স্বাগত জানাচ্ছে। আমরা মনে করি, এই আদেশ প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চিয়তা দূর হবে।
নাগরিক কোয়ালিশনের দাবি এর মাধ্যমে ইতঃপূর্বে প্রকাশিত ঐক্যমত্য কমিশনের খসড়া প্রস্তাবের কিছু ধারা ও তফসিল (নোট অব ডিসেন্ট-সংক্রান্ত) সম্পর্কিত ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের আশঙ্কা বা আপত্তি ছিল, সেটির একটি গ্রহণযোগ্য সমাধান হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করছি এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে একটি কার্যকর ও ভারসাম্যমূলক উচ্চকক্ষ প্রতিষ্ঠা হবে, যারা রাষ্ট্রের নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া স্বাধীন নির্বাচন কমিশন আমাদের দেশে সব ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে।
এই আদেশ প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে উল্লেখ করে নাগরিক কোয়ালিশন বলছে, সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এর পূর্ণ বাস্তবায়ন দুরূহ হবে। তাই নাগরিক কোয়ালিশন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুসারে সামনের নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তা করতে রাজনৈতিক দলসহ সবার কাছে আহ্বান জানাচ্ছে।