হোম > রাজনীতি

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিনিধি, ঢাবি

ইমতিয়াজ আলী সুজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের জন্য মোবাইলে কল দিয়ে ভোট চাইতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন। তিনি খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা ছাড়াই আসন্ন ডাকসু নির্বাচনে অযাচিতভাবে ভোট প্রার্থনা করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইমতিয়াজ আলী সুজন নিজেকে রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিয়ে একজন শিক্ষার্থীর কাছে ফোনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’-এর প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, জিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ তানভীর বারী হামিম খুলনার রূপসার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী হেলালের ভাতিজা।

জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নিজের ফেসবুক আইডিতেও ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং তার পোস্ট শেয়ার করছিলেন।

এ নিয়ে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ডাকসু ঢাবি শিক্ষার্থীদের অধিকার। কোনো অতি-উৎসাহী নেতাকর্মী আবেগপ্রবণ হয়ে আমাদের জন‍্য প্লিজ ভোট চাইবেন না। আমরা আপনাদের আবেগ-অনুভূতিকে শ্রদ্ধা জানাই। কিন্তু এ ধরনের কাজ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।

মহিলা জামায়াতের রাজনৈতিক তৎপরতা জোরদার

জোটসঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ

বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে বৈঠক

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

দেশের অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি: চরমোনাই পীর

রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি ও প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে

নির্বাচনে আ.লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই

এনসিপিতে অনেকে গুপ্তচর হিসেবে ‘স্যাবোটাজ’ করতে এসেছে

আ.লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে: হাসনাত

এনসিপির সঙ্গে জোট গঠন নিয়ে যা বললেন সালাহউদ্দিন