রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানিয়ে বলেন, রাজশাহীতে আমাদের কর্মী শান্তকে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা। এই বর্বর হত্যাকাণ্ড মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। নিহত শান্তর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি।
তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত—তাদের পরিচয় যা-ই হোক না কেন, অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা শাস্তি না পেলে সমাজ ও রাষ্ট্রে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং সমাজে অরাজকতা সৃষ্টি হবে। রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অধ্যাপক মুজিব বলেন, ঘটনার পেছনে যাদের হাত রয়েছে—তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। শান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির আওতায় আনার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।