হোম > রাজনীতি

নির্বাচন বাতিলের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক সিপিবির

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক, কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

শুক্রবার রাজধানীর মিরপুর ঈদগাহ মাঠ সংলগ্ন সেনপাড়ায় সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখার জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। বক্তব্য রাখেন সিপিবি সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর উত্তরের সাবেক সভাপতি কমরেড ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন, এবং ঢাকা মহানগর কমিটির সদস্য রিয়াজ উদ্দিন। জনসভটিা পরিচালনা করেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ফেরদৌস আহমেদ উজ্জ্বল।

সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক, কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বামপন্থীদের সরকার গঠন করতে সকল দেশিপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নেতৃত্বেই আগামী দিনের ক্ষমতায় লড়াইকে অগ্রসর করতে হবে।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, আজ তারাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তনই সময়ের দাবি। কমিউনিস্টরা সেই ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা আহ্বান জানাই গণতন্ত্রের প্রথম শর্ত হলো নিরপেক্ষ ও সময়োপযোগী নির্বাচন। আগামীকাল থেকেই আমরা জাতীয় নির্বাচনের কাউন্টডাউন দেখতে চাই।

সরকারকে দ্রুত নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। কমিউনিস্টরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি, লুটপাট ও শোষণের বিরুদ্ধে ব্যবস্থা বদলের সংগ্রামকে জনগণের আন্দোলনে রূপ দেবে। কমিউনিস্টরা বিশ্বাস করে, মুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র। নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রতি আহ্বান, ব্যবস্থা বদলের লড়াইয়ে কমিউনিস্টদের নির্বাচিত করুন। ডা. সাজেদুল হক এই অঞ্চলে সিপিবির লড়াকু প্রতিনিধি; তাকে সামনে রেখেই মিরপুর ও কাফরুলের প্রতিটি ঘরে সিপিবির বার্তা পৌঁছে যাবে।

সভাপতির বক্তব্যে কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, দেশের জনগণ আজ অর্থনৈতিক সংকট, বৈষম্য ও দুর্নীতির শিকার। একদিকে জনগণের ঘামঝরানো টাকায় দেশ চলছে, অন্যদিকে সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসররা দেশের সম্পদ লুট করছে। সমুদ্রবন্দর, গ্যাস, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

জনসভায় আরও বক্তব্য রাখেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোতালেব হোসেন, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সদস্য কমরেড রিয়াজউদ্দিন। জনসভায় বিপুলসংখ্যক শ্রমিক, নারী, যুব ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা