হোম > রাজনীতি

নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলবে জামায়াত

মতবিনিময় সভায় ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, নারীদের ঘরে বন্দি নয় বরং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে; তাদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলবে। নারীসমাজের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার বিকেলে পল্টন থানার উদ্যোগে স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের ব্যবসায়ী বিভাগের সহ-সভাপতি আইয়ুব আলী ফরাজি। এছাড়াও অনুষ্ঠানে পল্টন থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করবে না। কারণ নারীদের ঘরে বন্দি করে রাখা ইসলামী রাষ্ট্রের নীতিতেও নাই, জামায়াতে ইসলামীর নীতিতেও নাই।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের নারী সমাজের রক্ত-ঘাম লেগে আছে। নারীদের অবদান অনস্বীকার্য। তাই নারী সমাজকে বাদ দিয়ে উন্নয়ন-অগ্রযাত্রা সম্ভব নয়। নারীদের ঘরে বন্দি নয় বরং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে; তাদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলবে। নারীসমাজের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। ইসলামী বিধান মোতাবেক নারী তার প্রাপ্য সম্মান-মর্যাদা ও অধিকার লাভ করবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহন করবে।

ঢাকা -৮ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ড. হেলাল উদ্দিন বলেন, আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে গড়ে তুলবেন। জনভোগান্তি দূরীকরণে নিরবিচ্ছিন্ন গ্যাস- বিদুৎ ও পানি সরবরাহের পদক্ষেপ গ্রহন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গৌড়ে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা হবে। মাদক মুক্ত করতে যুব সমাজের জন্য খেলাধুলা ও শরীর চর্চার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে।

হাসিনার মৃত্যুদণ্ডে মজলুমের কান্না কিছুটা থামবে: জামায়াত আমির

ঐতিহাসিক জয়ে জাতীয় ফুটবল টিমকে গোলাম পরওয়ারের অভিনন্দন

২২ বছর পর ভারতকে হারানোয় তারেক রহমানের অভিনন্দন

ধানের শীষে ভোট চেয়ে হাজারীবাগে ব্যারিস্টার অসীমের গণসংযোগ

নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলবে জামায়াত: ড. হেলাল উদ্দিন

আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

আমলাতন্ত্রের খপ্পরে না পড়ার আহ্বান ব্যারিস্টার ফুয়াদের

তারেক রহমানের জন্মদিনে যা করতে পারবেননা নেতাকর্মীরা

কিবরিয়া হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের