ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ভাসানটেকের বিআরপি মাঠে জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে মঞ্চে এসে পৌঁছান তিনি। দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশ শুরুর অনেক আগেই মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ভাসানটেক এলাকা।