হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানকে কাঁদালেন কে এই আদিবা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কান্না ও আর্তনাদে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘গুম’ হওয়া বাবার জন্য যখন তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন তারেক রহমানও নিজের আবেগ সামালাতে পারেননি।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গুম-খুনের শিকার’ নেতাকর্মীদের পরিবারের সম্মিলন অনুষ্ঠানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

হারানো সন্তানদের ফিরে পাওয়ার আশায় থাকার কথা অনুষ্ঠানে পুনর্ব্যক্ত করেন তাদের মায়েরা। তাদেরই একজনকে দেখা যায়, বিএনপি চেয়ারম্যানকে জড়িয়ে ধরে আর্তনাদ করতে।

বংশাল থানা ছাত্রদলের নেতা পারভেজ হোসেন ২০১৩ সালের ২ ডিসেম্বর থেকে নিখোঁজ। এরপর থেকে তার অপেক্ষায় রয়েছেন স্ত্রী ফারজানা আক্তার ও তাদের মেয়েসহ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে মাকে নিয়ে এসেছিলেন পারভেজের মেয়ে আদিবা ইসলাম হৃদি। বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণের আকুতির কথা তুলে ধরেন তিনি।

২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে ‘গুম’ হন বংশাল ছাত্রদলের এই নেতা। তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে আসছেন স্বজনরা। এ গুমের ঘটনার বিচার এবং পারভেজের সন্ধান দাবি করে আসছেন তারা।

অনুষ্ঠানে কান্না বিজড়িত কণ্ঠে আদিবা বলেন, ‘বছর যায়, নতুন বছর আসে কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পার হয়ে গেল, কিন্তু আমি বাবাকে ফিরে পাইনি।’

তিনি বলেন, ‘আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাবার হাত ধরে স্কুলে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আমি কি বাবাকে ফিরে পাব না? আর কত বছর অপেক্ষা করতে হবে আপনারাই বলুন?’

এই কথা বলেই অঝোরে কাঁদতে থাকেন হৃদি। এ সময় মঞ্চে বসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আবেগ ধরে রাখতে পারেননি। টিস্যু দিয়ে চোখ মছুতে দেখা যায় তাকে। পুরো অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।

অনুষ্ঠানে ‘গুম’ হওয়া বাবার কথা বলতে এসেছিলেন আরেক মেয়ে সাফা। মাত্র দুই মাস বয়সে নিখোঁজ হয় তার বাবা মো. সোহেল। তিনি বংশাল ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ২০১৩ সালের পর থেকে তার খোঁজ পায়নি পরিবার।

কাঁদতে কাঁদতে সাফা বলে, ‘এক যুগ ধরে বাবার জন্য অপেক্ষা করছি। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি বাবার। আমি আর কত দিন খুঁজব বাবাকে?’

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ইসিতে হাসনাত ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা

ইসির বিতর্কিত ভূমিকায় ধৈর্যের পরিচয় দিতে চাই

তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

ভালো নির্বাচন করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না