হোম > রাজনীতি > বিএনপি

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেবে বিএনপি

চৌদ্দগ্রামে জনসভায় তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলটি আন্তরিকভাবে চেষ্টা করবে বলেও জানান তিনি।

রোববার রাতে ৯টা সময় কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে বর্তমানে বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি সরকার গঠন করতে পারলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকরা প্রয়োজনীয় সহায়তা সহজে পাবেন বলে জানান তিনি।

বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তোলা হবে। পাশাপাশি ঘরে বসে কাজ করা নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। তাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চান না। জনগণ জানতে চায় বিএনপি ক্ষমতায় গেলে কী করবে—সেই বিষয়গুলোই তুলে ধরতে চান তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় নিরাপত্তা, ভালো শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান। এসব বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লায় এসে আপনাদের নিয়ে খাল খনন শুরু করব: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই উদ্বোধন

মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে কাজ করতে চান বিএনপি প্রার্থী নয়ন

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আ. লীগ ও নৌকাকে দাফন করেছে হাসিনা: সালাহউদ্দিন আহমদ

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে গিয়ে জামাতে ফজর আদায় করবেন

রাজশাহী-৫ আসনে দুই বিদ্রোহী প্রার্থী, বিএনপিতে অস্বস্তি

চৌদ্দগ্রামে জনসভায় তারেক রহমান

হেভিওয়েট নেতাদের এবার ভূমিধস পতন দেখতে পাবেন: সারজিস

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: হামিদুর রহমান