চৌদ্দগ্রামে জনসভায় তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলটি আন্তরিকভাবে চেষ্টা করবে বলেও জানান তিনি।
রোববার রাতে ৯টা সময় কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে বর্তমানে বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি সরকার গঠন করতে পারলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে।
কৃষকদের বিষয়ে তিনি বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকরা প্রয়োজনীয় সহায়তা সহজে পাবেন বলে জানান তিনি।
বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তোলা হবে। পাশাপাশি ঘরে বসে কাজ করা নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। তাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চান না। জনগণ জানতে চায় বিএনপি ক্ষমতায় গেলে কী করবে—সেই বিষয়গুলোই তুলে ধরতে চান তিনি।
তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় নিরাপত্তা, ভালো শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান। এসব বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।