হোম > রাজনীতি > বিএনপি

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

কামরুল হাসান, হবিগঞ্জ

হবিগঞ্জের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েই ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জের জনসভায় মঞ্চে মাগরিবের নামাজ আদায় করে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান হবিগঞ্জের চারটি আসনের এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে জনগণকে বলেন, আপনারা তাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই চারজনের মাধ্যমে এলাকায় সকল উন্নয়ন হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, একটি দল স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে, এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আপনাদের তাদের বয়কট করুন।

সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ- ৩ আসনের এমপি প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ- ৪ আসনের এমপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফী প্রমুখ।

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

দোয়া মাহফিল দিয়ে নবী উল্লাহ নবীর ধানের শীষের প্রচার শুরু

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেবো: তারেক রহমান

তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান জানালেন সালাম

গণতন্ত্র ও এলাকার উন্নয়নের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান হাবিবের

তারেক রহমানকে যে ৫ পদ্ধতিতে মতামত জানাতে পারবে জনগণ

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

জিন্স-কেডস পরে নির্বাচনি প্রচারে তারেক রহমান

নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে

কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক