হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে: তারেক রহমান

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্রে, খাল খনন চালু ও যে কোন মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।

রোববার দুপুর ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বাংলাদেশের মানুষ এখন এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যার মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসার সুনিশ্চিত সুযোগ পাবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা খাল কাটতে চাই। চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে। যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আরও ইপিজেড করা হবে।

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

আপনার মতো একদিনে এনআইডির ব্যবস্থা করবেন কিনা প্রশ্নে যা বললেন তারেক রহমান

বিএনপির নেতাকর্মীরাই প্রকৃত ইসলামকে হৃদয়ে ধারণ করে: এস এম জাহাঙ্গীর হোসেন

সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না, দুর্নীতির টুঁটি চেপে ধরব

দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়

চট্টগ্রাম থেকে ধানের শীষের সুনামি শুরু হবে

অমানবিক রাষ্ট্র দেখতে চাই না, গড়তে চাই মানবিক বাংলাদেশ: আমিনুল হক

দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে দেশ গড়তে পরামর্শ চাই

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ক্ষমতায় গেলে নবী (স.) এর আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে