পরশুরামে আলেমদের সঙ্গে মতবিনিময়ে আবু তালেব
ফেনী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে পরশুরামে আলেম ও মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতৃবৃন্দ। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে পরশুরাম অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক।
প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কখনো কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করবে না। তিনি বলেন, এদেশের ৯০ শতাংশ মানুষ মুসলিম এবং ইসলামের হেফাজত করা সকলের দায়িত্ব।
তিনি আরো বলেন, মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা ইসলামের প্রচার ও সঠিক দিকনির্দেশনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয়ক ও যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মুহাম্মাদ হেলাল উদ্দীন, সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেকসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং মসজিদের ইমাম ও খতিবরা।