হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে

সিরাজগঞ্জে তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, স্বৈরাচার যারা পালিয়ে গেছে ৫ আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরিসহ অনেকে নির্যাতিত হয়েছে। এ মানুষগুলোর আত্মত্যাগ আমাদের যদি মূল্যায়ন করতে হয়, প্রতিদান দিতে হয় তাহলে শুধু মিটিং করলে হবে না। তাদের প্রতিবাদ ছিলো অন্যায়ের বিরুদ্ধে। যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তার বিরুদ্ধে। এ অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, কেড়ে নেয়া অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিলো তারা তাদের জবাব পাবে।

এসময় তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি তারা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মূখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে। আমাদের সকলকে এখন একসাথে কাজ করতে হবে দেশ গড়ার জন্য।

আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার জন্য

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত : তারেক রহমান

একটা দল ভোট দেওয়ার জন্য ৪০ লাখ বোরকা বানিয়েছে: মির্জা আব্বাস

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে

আরো ৪৪ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেবে বিএনপি

জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন দেশ গড়তে হবে