নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে দ্বিতীয় বারের মত কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কমিটির চেয়ারম্যান, নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এ নোটিশ দেন।
নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২২ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। এর আগেও ৭ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণার অভিযোগে ইকরামুল বারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিলো নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। পরে শুনানি শেষে অভিযোগটির নিষ্পত্তি করা হয়।
গত ১৮ জানুয়ারি দ্বিতীয় দফার কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, ইকরামুল বারী নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে আসা অভিযোগ অনুযায়ী তিনি একটি প্রাইভেটকার ব্যবহার করছেন। প্রাইভেটকারটিতে ‘ধানের শীষে ভোট দিন’ নামক একটি পতাকা ব্যবহার করা হয়েছে।
এছাড়াও ইকরামুল বারীর ছবি ও ধানের শীষে ভোট দিন সম্বলিত ২০২৬ সালের ক্যালেন্ডার নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়নের বিভিন্ন দোকান-পাটে টানানো হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর স্পষ্ট লঙ্ঘন।
আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইকরামুল বারীর কাছে লিখিত জবাব চেয়ে নোটিশে আরো উল্লেখ করা হয়, ‘নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না- সে বিষয়ে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টা ৩০মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।