হোম > রাজনীতি > বিএনপি

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন: নবী উল্লাহ নবী

স্টাফ রিপোর্টার

যাত্রাবাড়ী চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে গতকাল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ নবী উল্লাহ নবী। সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণ রাজবংশী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্র বাসি রায়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার সিনিয়র নেতা তারিকুল ইসলাম।

মতবিনিময় অনুষ্ঠানে নবী উল্লাহ নবী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে প্রথম বহুদলীয় গণতন্ত্রের আগমন ঘটে। বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারণে দেশ থেকে গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, আজ আবার সময় এসেছে শহীদ জিয়া ও মা-মাটি-মানুষের নেত্রী খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের হাত ধরে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার।

তিনি আরো বলেন, এ কাজ বাস্তবায়নের জন্য ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে কাজ করতে হবে। ভোটের দিনে আমরা সবাই যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে পারি, তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আর তখন তারেক রহমান আমাদের সবার সহযোগিতায় দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করতে পারবেন।

কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন

শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন

অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির

আমি এসেছি শুনতে-শিখতে: জাইমা রহমান

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ব্যর্থ হলে শোক সমাবেশই চলতে থাকবে: তারেক রহমান

মহৎ চরিত্র গঠনে শহীদ জিয়া হচ্ছেন এক আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত