হোম > রাজনীতি > জামায়াত

ফয়জুল করীমের পক্ষে মাঠে নামছে জামায়াত

বরিশাল অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের হাতে তিনি আবেদনটি হস্তান্তর করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। চরমোনাইয়ের সম্মানে আমরা এই আসন থেকে সরে দাঁড়িয়েছি।

জামায়াতের এই নেতা বলেন, এখন থেকে বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব, হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালাব এবং তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি

জামায়াতের পলিসি সামিটে যেসব পরিকল্পনা ঘোষণা

নারী প্রার্থী প্রসঙ্গে যা বললেন জামায়াতের নায়েবে আমির

গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের কমিটি গঠন

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

ঢাকার একটি আসনে মনোনয়ন প্রত্যাহার করল জামায়াত

শরিকদের ৮৫ আসন ছাড়ল জামায়াত

২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত