এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে কুয়ালালামপুরের রাঁধুনি বিলাস রেস্টুরেন্টে “রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ” শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশ মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ তাকি উল্লাহ, এবি পার্টির মালয়েশিয়া সদস্য সচিব ড. সোহেল মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
উক্ত আলোচনা সভায় ২০২৬ সালের গণভোটের প্রেক্ষাপট, গণভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মতামত প্রদান করেন। মালয়েশিয়ায় ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে একটি অনন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক এবং সঞ্চালনা করেন মুখ্য সংগঠক আল আমিন।