নির্বাচন শুরুর দ্বিতীয় দিনেই পঞ্চগড়ে সমাবেশ করছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমির আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল।
শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে নির্বাচনি প্রচারণায় জামায়াত আমিরের দ্বিতীয় সমাবেশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলা থেকে দ্বিতীয় দিনের প্রচারণা শুরু করছেন জামায়াত আমির। জামায়াতে ইসলামীর আমির সমাবেশে আসার আগে থেকে চিনিকল মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে। সকাল থেকেই পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। সকাল ১০টা নাগাদ মাঠ পেরিয়ে আশপাশের সড়কে অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা।
পঞ্চগড়ে দুটি আসনের মধ্যে ১ নম্বর আসনটি ১০ দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী সারজিস আলম শাপলা কলি এবং ২ নম্বর আসনটি জামায়াত মনোনীত প্রার্থী শফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি) দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে লড়ছেন।