হোম > রাজনীতি > জামায়াত

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘চরম অপমান’ আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে—মোস্তাফিজ; তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে—এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না; আমরা দুঃখিত, আমরা লজ্জিত।’

আইসিসির উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘এখনো সময় আছে, আমরা অনুরোধ করি—আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।’

তিনি আরো বলেন, ‘এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে; কোনো একটা দল ইন-সিকিউর অথবা আন-সেফ ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলব না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলব—সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না?’

জামায়াত আমির বলেন, ‘দেশপ্রেমের নজির এবং স্বাক্ষর আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই। কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা উত্তম বন্ধু হিসেবে রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসেবে আসতে দেব না। প্রভু আমাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন। এর বাইরে আমাদের কোনো প্রভু নাই। এই ব্যাপারে আমরা আপসহীন। আমরা আশা করি, আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ।’

ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি।

এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি-বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি। এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বেছে নেয় আইসিসি।

বিজয়ী হলে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে: জামায়াত আমির

প্রথমবারের মতো সমাবেশ করবে জামায়াতের মহিলা বিভাগ

বিভিন্ন জায়গার ডিসি-এসপিরা পক্ষপাতিত্ব করছেন: ডা. তাহের

নির্বাচনি প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের

আগামীর রাজনীতি কোনো দলের নয়, জনগণের রাজনীতি হতে হবে

আজ ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জামায়াতের

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে’

কুষ্টিয়ায় মরহুম জেলা আমিরের পরিবারের খোঁজ নিলেন ডা. শফিকুর রহমান

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি