হোম > রাজনীতি > জামায়াত

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

স্টাফ রিপোর্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ছাত্রসমাজ মানবে না বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচাল করলে তার প্রতিবাদে লাগাতারভাবে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই ঘোষণা দেন।

তিনি বলেন, শাকসু নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র ও চেষ্টা করেও ব্যর্থ হয়ে এখন আদালতে রিটের মাধ্যমে তা বানচালের চেষ্টা করছে। শেষ মুহূর্তে এসে এই নির্বাচন বানচালে তাদের পূর্বপরিকল্পনা ছিল, সে কারণেই তারা এতে তেমন কোনো প্রচারণা চালায়নি।

শিবির সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেখানে তার দলের লোকেরা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এটা লজ্জাজনক। এর আগে সব ছাত্র সংসদ নির্বাচন বানচালেই তারা নানা চক্রান্ত করেছে। সর্বশেষ শিক্ষার্থীদের অধিকার হরণে তারা আদালতের রাস্তায় হাঁটছে। এ বিষয়ে সরকার যদি অনমনীয় না হয়, তাহলে তাদের কঠোর মূল্য দিতে হবে। শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, ‘আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে নির্বাচন বানচালের প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করব।

তিনি বলেন, বিএনপির অনেক প্রার্থী যখন ঋণখেলাপের কারণে নির্বাচন কমিশনের শুনানিতে ছিলেন, তখন সেদিক থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতে শাকসু ইস্যু সামনে এনে ইসির সামনে অবস্থান নেয় ছাত্রদল। অথচ শাবি ছাত্রদল বলেছে, তারা কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মানবে না।

শিবির সভাপতি বলেন, আমরা গণভোটে হ্যাঁ-এর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করব। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে এ বিষয়ে কাজ করা হবে।

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

ইসিকে কোনো চাপে নতি স্বীকার না করার আহ্বান জামায়াতের

প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত

ছাত্র সংসদে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ইসি ঘেরাও করেছে ছাত্রদল

খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

চরমোনাইয়ের জন্য কত দিন অপেক্ষা করবে, জানালো জামায়াত