হোম > রাজনীতি > জামায়াত

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে জুরাইনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার আয়োজিত মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে যোগ দিয়ে মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, সারাদেশে যেই গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না। সরকারের ভেতরে ও বাহিরে আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারছে না।

তিনি আরো বলেন, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সতর্ক করেছে এবং অনুরোধ জানিয়েছে সরকারের ভেতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে। কিন্তু সরকার সেটি করতে পারেনি। আজকে কৃত্রিম গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এসব কারা করছে?- ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে। তারা চাঁদার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। আরেকটি দল তারা চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে।

গণভোট প্রসঙ্গে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকলেই সেই ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠে।

তিনি বলেন, চব্বিশের গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন-গুমের বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোট হ্যাঁ জয়যুক্ত করতে হবে। তিনি, দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান।

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু ২২ জানুয়ারি

সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিবিরের উদ্বেগ

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

আসন ঘোষণার পূর্বে হাদিকে স্মরণ করে যা বললেন জামায়াত আমির

ঐক্যে ইসলামী আন্দোলন আছে কি না, যা বললেন জামায়াত আমির

নির্বাচনি ঐক্য নয়, দেশ গড়ার ঐক্য গড়েছি আমরা

চরমোনাইয়ের আশায় এখনও জামায়াত

নির্বাচনে ১৭৯ আসনে লড়বে জামায়াত

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু