হোম > ধর্ম ও ইসলাম

কোরআন হিফজ করলেন ৭০ বছরের সৌদি নারী

ধর্ম ডেস্ক

সৌদি আরবে পবিত্র কোরআন মুখস্থের রীতি বেশ পুরোনো। প্রচুর হাফেজে কোরআন রয়েছে দেশটিতে। অনেকে শিক্ষা জীবনের শুরুতে হিফজ করতে না পারলেও জীবনের শেষ প্রান্তে এসে কোরআন মুখস্থ করেন।

সৌদি আরবের বাহা অঞ্চলে হামদাহ আল-গামেদি তেমনই এক সংগ্রামী নারী, তিনি ৭০ বছর বয়সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোরআন মুখস্থ করতে মানুষকে উদ্ধুদ্ধকারী সংস্থা ‘তারতিল’ পরিচালিত আঞ্চলিক ‘হালকা তাফহিদ আল-কোরআন’-এর তত্ত্বাবধানে হেফজ সম্পন্ন করেন। এজন্য তার চেষ্টা করতে হয় দুই দশক। সৌদি আরবের সংবাদমাধ্যম আখবার২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন তিনি।

সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে,পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।

এতে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হেফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।

হাফেজার শিক্ষিকা বলেন, হামদাহ আল-গামেদী সত্যিকারের এক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন জীবনের নূর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন তার জন্য পথ সহজ হয়ে যায়।

সূত্র :  আখবার ২৪

ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরা হয়েছে যে সূরায়

ভূমিকম্প নিয়ে কোরআন ও হাদিসে কী সতর্কতা এসেছে

সারা দেশে ভূমিকম্প, যা বললেন আজহারী

ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন

অপরাধীর শাস্তি নিশ্চিতে ইসলামের তাগিদ

জান্নাতপ্রত্যাশীদের সুবর্ণ ঋতু শীতকাল

তওবা কী কেন কীভাবে

স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় যে দোয়ায়

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে ইসলাম কী বলে

ঘুমানোর আগে যে দোয়া পড়লে ঈমানি মৃত্যু