হোম > ধর্ম ও ইসলাম

মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত হয়ে হজে যাওয়ার আহ্বান হাব সভাপতির

স্টাফ রিপোর্টার

মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে যাওয়ার জন্য পছন্দমতো এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) । বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার।

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতি বলেন, দেশের হজ গমনেচ্ছুক যাত্রীদের শতকরা ৬০ভাগই গ্রামে বাস করেন। মধ্যস্বত্বভোগী ও অবৈধ কাফেলার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকে হজযাত্রীদের রক্ষা করা। এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজমূল্য যাচাই-বাছাই করতে পারবে।

আগামীবছরও সৌদি সরকার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় ১১৭৬টি হজ এজেন্সি রয়েছে। ২০২৫ সালে ৭৫৩টি হজ এজেন্সি কার্যক্রমের সাথে সম্পৃক্ত। ২০২৫ সালে বাংলাদেশ দক্ষির এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে।

বর্তমানে প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। সৌদি আরবে হজযাত্রীদের যাবতীয় খরচাদি আইবিএএন র মাধ্যমে সম্পন্ন হয়। এই মেলার মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অংশীজন হিসেবে হাব যে সমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে তাদের সাথে হজ সংক্রান্ত লেনদেন সর্ম্পকে ধারণা দেয়ার একটি প্রয়াসও এ মেলার মাধ্যমে নেয়া হয়েছে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ২০২৬সালের হজের রোডম্যাপ ও গাইড লাইন ঘোষণা করা হয়েছে। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক সহ নতুন অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। যা কার্যকর হলে বাংলাদেশিদের হজব্রত পালন করা কঠিন হয়ে দাঁড়াবে। এই বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমরা দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছি। কারণ আমাদের দেশের হাজীরা সৌদির খাবারে অভ্যস্ত নয়।

হাব মহাসচিব জানান, ওমরা ও হজের যৌক্তিক বিমানভাড়া হওয়া জরুরি। স্বাভাবিক সময়ের সাথে সামঞ্জস্য রেখে এই ভাড়া নির্ধারণ করতে হবে। মেলায় ১৫৪টি স্টল থাকবে।

শাবানের চাঁদ দেখা যায়নি, পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

দেশে পবিত্র শবেবরাত কবে, জানা যাবে কাল

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

শীতকালীন ভ্রমণ, সৃষ্টিতে খুঁজি স্রষ্টাকে

আল্লাহর একান্ত সান্নিধ্যে নবীজি

নিকাবে নারীর মর্যাদা ও নিরাপত্তা

ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে

যে বছরে হজ আসবে ২ বার, ঈদ হবে ৩টি

মিথ্যা সাক্ষ্য শিরকের সমতুল্য পাপ

তীব্র শীতে তায়াম্মুম