বাংলাদেশের শীত ঋতু অনেকের জন্য প্রকৃতির স্নিগ্ধতা আর রোমাঞ্চের বার্তা নিয়ে আসে। কিন্তু একই শীত দরিদ্র, ছিন্নমূল ও পথবাসীদের সামনে জীবন-মরণ সংগ্রাম তৈরি করে। দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে; বিশেষ করে শিশু, বয়স্ক ও অসহায় জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই বাস্তবতায় শীতকাল শুধু একটি ঋতু নয়—বরং মানবতার প্রতি আমাদের দায়িত্ববোধের এক স্পষ্ট আহ্বান। ইসলাম সেই দায়িত্বকে আরও দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেয়।
ইসলামে মানবসেবা একটি মৌলিক মূল্যবোধ। দরিদ্র, অসহায় ও পথবাসী মানুষের প্রতি সাহায্য-সহযোগিতাকে কেবল সামাজিক কর্তব্য নয়, বরং ঈমানের অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি মুমিন নয়—যে নিজে পরিতৃপ্ত হয়ে রাত কাটায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।’ (বুখারি : ১৭৬৪)। এই হাদিস শুধু প্রতিবেশীর কথাই বলে না বা শুধুমাত্র খাবারের কথা বলে না; বরং সমাজের প্রতিটি দুর্বল, অসহায় মানুষের প্রতি সাহায্যের অনুপ্রেরণা দেয়। বিশেষত শীতকালে যখন মানুষ ঠান্ডায় কাঁপে, তখন একটি কম্বল, একটি গরম কাপড় বা একটু উষ্ণ খাবার তাদের জীবনে কিছুটা হলেও সুখ এনে দিতে পারে।
কুরআনেও মানবসেবা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সুরা আদ-দাহরে আল্লাহ বলেন, ‘আর তারা আল্লাহর প্রেমে দরিদ্র, অনাথ ও বন্দীদের খাদ্য দান করে।’ এই আয়াত পরিষ্কার করে দেয় যে মানবসেবা আল্লাহর প্রেম অর্জনের অন্যতম মাধ্যম। তাই শীতকালে গরিবদের সাহায্য করা কেবল মৌসুমি দান নয়; বরং এটি অন্তরের ঈমান, সামাজিক দায়িত্ববোধ এবং মানবতার একটি বাস্তব প্রকাশ।
ইসলামের ইতিহাসও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্তে পূর্ণ। রাসুল (সা.) ব্যক্তিগতভাবে দান করতেন, সাহাবীদের উৎসাহ দিতেন । নববী দাওয়াহর সেই শিক্ষা—মানুষকে বাঁচানো, মানুষের কষ্ট ভাগ করে নেওয়া—আজও মুসলিম সমাজের আদর্শ হওয়া উচিত।
বাংলাদেশে শীতকালে হাজারো পরিবার শীতবস্ত্রের অভাবে ভোগে। পাহাড়ি এলাকা, চরাঞ্চল, নদীভাঙন এবং শহরের ফুটপাতবাসীদের জন্য শীত হয়ে ওঠে প্রকৃত দুর্যোগ। এই পরিস্থিতিতে ব্যক্তি, পরিবার, মসজিদ, সামাজিক সংগঠন ও দাওয়াহ প্রতিষ্ঠানগুলোর উচিত একসঙ্গে কাজ করা। ব্যক্তিগত পর্যায়ে পুরোনো কাপড় পরিষ্কার করে দান, কম্বল কেনা, মানবতার দেয়াল তৈরি করা বা পথবাসীদের জন্য রাতের খাবার সরবরাহ করা সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উদ্যোগ। মসজিদভিত্তিক শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি অত্যন্ত সফল হতে পারে। আবার যুবসমাজ এই কার্যক্রমগুলো পরিচালনা করে নেতৃত্বগুণ ও নৈতিকতার বাস্তব শিক্ষা অর্জন করতে পারে। বাংলাদেশে এসব কাজ যদিও চলমান তবে তা আরো বৃহৎ পরিসরে হওয়া উচিত।
দাওয়াহ ও চ্যারিটি সংগঠনগুলো শীতকালে আরও বড় পরিসরে কাজ করতে পারে—যেমন গরম কাপড় প্রদানের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং পথবাসীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন। শীতের রাতে এমন আশ্রয়কেন্দ্র শত শত মানুষের জীবন রক্ষা করতে পারে। পাশাপাশি, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে ইসলামের প্রকৃত করুণাময় রূপও মানুষের সামনে প্রতিভাত হয়।
অতএব, শীত আমাদের মনে করিয়ে দেয় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা। ইসলাম শেখায়—মানুষের কষ্ট দূর করা ঈমানের অংশ। আর মানবতা বলে—সবচেয়ে বেশি দরকারে যার পাশে দাঁড়ানো হয়, সেই সাহায্যই সবচেয়ে মহৎ। প্রত্যেক মানুষের একটি ছোট উদ্যোগও অন্য কারও জীবনে বড় পরিবর্তন এনে দিতে
শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবতা, ইসলামি শিক্ষা ও সামাজিক দায়িত্ব—এই তিনটিরই মিলিত প্রয়াস। তাই এই শীতে আসুন ইসলাম ও মানবতার আদর্শ অনুসরণ করে সমাজে উষ্ণতার আলো ছড়িয়ে দেই, সামাজিক সমস্যাগুলো দূর করি । আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক। আমিন
লেখক : শিক্ষার্থী, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ, আস সুন্নাহ ফাউন্ডেশন