হোম > ধর্ম ও ইসলাম

বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলার অর্থ কী

ধর্ম ডেস্ক

কোনো মজলিসে গেলে, কারো বাড়িতে গেলে বা কারো সাথে দেখা হলে ‘আসসালামু আলাইকুম’ বলা সুন্নত। কাউকে বিদায় জানানোর সময় বা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমাদের দেশে ‘আল্লাহ হাফেজ’ বলার প্রচলন আছে। ‘আল্লাহ হাফেজ’ অর্থ ‘আল্লাহ হেফাজত করুন' বা 'আল্লাহই আপনার হেফাজতকারী হোন!’

আবু হোরায়রা (রা.) বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ মজলিসে পৌঁছবে তখন যেন সে সালাম করে। এরপর যদি তার সেখানে বসতে ইচ্ছে হয় তবে বসবে। পরে যখন উঠে দাঁড়াবে তখনও সে যেন সালাম দেয়।

প্রথম সালাম পরবর্তী সালামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। (অর্থাৎ মজলিসে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় উভয় সময়ে সালাম দেওয়া সমান গুরুত্বপূর্ণ।) (সুনানে তিরমিজি: ২৭০৬)

সুতরাং কারো সাথে দেখা হলে যেমন সালাম দেওয়া সুন্নত, বিদায়ের সময়ও সালাম দেওয়াই গুরুত্বপূর্ণ সুন্নত।

বিদায়ের সময় কল্যাণের দোয়া হিসেবে ‘আল্লাহ হাফেজ’, ‘খোদা হাফেজ’, ইত্যাদি বলাও জায়েজ ও উত্তম, কিন্তু নবীজি (সা.) থেকে বর্ণিত না হওয়ায় এটিকে সুন্নত বলা যায় না। বরং সুন্নত হলো সালাম দেওয়া যেমন নবীজি (সা.) করেছেন ও নির্দেশনা দিয়েছেন।

তাই বিদায়ের সময় অবশ্যই সালাম দেওয়া উচিত। সালাম দেওয়ার পাশাপাশি ‘আল্লাহ হাফেজ’ বলা যেতে পারে।

ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা

হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধের সময় জানাল সরকার

রজব মাস মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

ঢাকায় হযরত ফাতিমা (রা.) নিয়ে আলোচনা সভা

মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

ব্যক্তিগত নিরাপত্তা বিধানে ইসলাম

জন্মদিনের ইতিহাস ও ইসলামের বিধান

মানি চেঞ্জিং ব্যবসা হালাল নাকি হারাম

জীবনের নিরাপত্তা লাভের দোয়া