হোম > ধর্ম ও ইসলাম

যে মসজিদে একসঙ্গে নামাজ পড়েন ৬৩ হাজার মুসল্লি

ধর্ম ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুল শহরের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছে দেশটির সবচেয়ে বড় ও সবচেয়ে উঁচু মসজিদ চামলিজা মসজিদ। শহরের এশীয় অংশের উস্কুদার এলাকায় অবস্থিত মসজিদটি ইস্তাম্বুলের প্রায় সব জায়গা থেকেই দৃশ্যমান।

২০১৯ সালের মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও মুসলিম ব্যক্তিত্বরা।

মসজিদটি নির্মিত হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে। এতে রয়েছে ছয়টি মিনার ও ৩ হাজার গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল পার্কিং ব্যবস্থা। অটোমান ও সেলজুক স্থাপত্যের অনন্য সংমিশ্রণে নির্মিত এ মসজিদে একই সঙ্গে প্রায় ৬৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

চামলিজা মসজিদের গম্বুজ ও অভ্যন্তরীণ দেয়ালজুড়ে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, কোরআনের আয়াত, খোলাফায়ে রাশেদিন ও সাহাবিদের নামের নকশা। ভেতরের গম্বুজের অপূর্ব শিল্পকর্ম প্রত্যেক দর্শনার্থীর দৃষ্টি কেড়ে নেয়।

সাংস্কৃতিক কেন্দ্র

চামলিজা শুধু মসজিদ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স। এখানে রয়েছে একটি আধুনিক ইসলামী জাদুঘর, শিল্পকলা প্রদর্শনীকক্ষ, সম্মেলনকেন্দ্র ও বিশাল গ্রন্থাগার। গ্রন্থাগারটিতে সংরক্ষিত আছে হাজার হাজার ধর্মীয়, সাংস্কৃতিক ও শিল্পবিষয়ক বই।

নামাজ আদায় ছাড়াও মসজিদটির সৌন্দর্য উপভোগ ও ইসলামী সংস্কৃতির স্পর্শ পেতে প্রতিদিন চামলিজা মসজিদে ভিড় জমান হাজারো মানুষ। কেউ গম্বুজের নিচে দাঁড়িয়ে আধ্যাত্মিক প্রশান্তি খোঁজেন, কেউ আবার শিল্প প্রদর্শনী ও জাদুঘরে ঘুরে দেখেন ইসলামী ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন।

সরকারের অনুরোধ রেখে ২০২৬ এর মার্চ -এ বিশ্ব ইজতেমা

পাগড়িতে নবীজির (সা.) চুল সংরক্ষণ করেছিলেন যে সাহাবি

সিডনিতে এক উচ্চাভিলাষী মসজিদের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি

মসজিদে নববির ছাতাগুলো যেন প্রযুক্তির চমক

চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার: ধর্ম উপদেষ্টা

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

মসজিদের মিম্বর হোক উন্মুক্ত

ইসলামি পরিভাষা ব্যবহারে সতর্কতা জরুরি

নেকির নিয়তে রক্তদান ইবাদত

নারীদের নান্দনিক মসজিদ