হোম > ধর্ম ও ইসলাম

আল্লাহকে খুশি করুন, খুলে যাবে প্রকৃত সুখের দরজা

ধর্ম ডেস্ক

মানুষের খুশি লাভের চেষ্টা জীবনকে ক্লান্ত ও ভারী করে দেয়। কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করলে হৃদয় হালকা হয়, আত্মা প্রশান্ত হয়, আর জীবন পায় প্রকৃত দিশা। আল্লাহ বলেন তার সন্তুষ্টিই সর্বোচ্চ সফলতা। নবীজী (সা.) বলেন, যে আল্লাহকে খুশি রাখে, আল্লাহ তাকেই সম্মানিত করেন।

মানুষকে খুশি করতে গেলে খুব কষ্ট হয়, কারণ সবাইকে খুশি করা অসম্ভব। কিন্তু আল্লাহকে খুশি করা খুব সহজ সৎ পথে চললে, নামাজ পড়লে, সত্য বললে আল্লাহ খুশি হন। আর আল্লাহ খুশি হলে আপনার মনটা ফুলের মতো হালকা ও শান্ত হয়ে যায়।

আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজ করেন, তিনি তার অন্তরে এমন প্রশান্তি দান করেন, যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে অর্জন করা যায় না।

কুরআন-হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট

১. আল্লাহর সন্তুষ্টিতে রয়েছে প্রকৃত সাফল্য

আল্লাহকে সন্তুষ্ট করা হলো একজন মুমিনের জীবনের চূড়ান্ত গন্তব্য ও আত্মিক প্রশান্তির উৎস। আল্লাহ তাআলা বলেন

وَ رِضۡوَانٌ مِّنَ اللّٰهِ اَكۡبَرُ ؕ

‘আল্লাহর সন্তুষ্টি এটাই সর্বোচ্চ মহত্ত্ব ও সফলতা।’ (সুরা আত-তাওবা: আয়াত ৭২)

২. মানুষের সন্তুষ্টি লক্ষ্য না করে আল্লাহকে অনুসরণ

মুমিনের কাজ হলো স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা, মানুষের নয়। আল্লাহ তাআলা বলেন

وَ اللّٰهُ وَ رَسُوۡلُهٗۤ اَحَقُّ اَنۡ یُّرۡضُوۡهُ اِنۡ كَانُوۡا مُؤۡمِنِیۡنَ

‘আর তারা যদি মুমিন হয়ে থাকে তবে কাউকে খুশি করতে চাইলে আল্লাহ ও তার রাসুলই এর সবচেয়ে বেশি হকদার।’ (সুরা আত-তাওবা: আয়াত ৬২)

৩. আল্লাহকে স্মরণেই হৃদয়ের প্রশান্তি

মানুষের প্রশংসা ও সন্তুষ্টি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর স্মরণ ও সন্তুষ্টি স্থায়ী সুখের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

‘নিশ্চয় আল্লাহকে স্মরণেই হৃদয়ের শান্তি।’ (সুরা আর-রাআদ: আয়াত ২৮)

৪. আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যে সফলতা

কার খুশির জন্য কাজ করবেন আল্লাহর নাকি মানুষের, বিষয়টি সুস্পষ্ট করে হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন

مَنِ الْتَمَسَ رِضَاءَ اللَّهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللَّهُ مُؤْنَةَ النَّاسِ وَمَنِ الْتَمَسَ رِضَاءَ النَّاسِ بِسَخَطِ اللَّهِ وَكَلَهُ اللَّهُ إِلَى النَّاسِ

‘যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও, মানুষের দুঃখ-কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি আশা করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে,  আল্লাহ তাআলা তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন।’ (তিরমিজি ২৪১৪)

৫. মানুষের মন রক্ষা করতে গিয়েও হারিয়ে যায় শান্তি

মানুষকে খুশি করতে গেলে আল্লাহর প্রশান্তি থেকে বঞ্চিত হতে হয়। মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট করি, তা কখনোই কল্যাণ বয়ে আনে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنِ الْتَمَسَ رِضَا اللَّهِ بِسَخَطِ النَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَرْضَى عَنْهُ النَّاسَ وَمَنِ الْتَمَسَ رِضَا النَّاسِ بِسَخَطِ اللَّهِ سَخِطَ اللَّهُ عَلَيْهِ وَأَسْخَطَ عَلَيْهِ النَّاسَ

‘যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার ওপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, আর মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায়, তার ওপর আল্লাহও অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন।’ (ইবনে হিববান)

ঠান্ডা সময়ে নামাজ আদায়ের ফজিলত

নবী-রাসুলদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যারা

খাদিজার (রা.) যে ৪ গুণ নারীদের জন্য অনুসরণীয়

দ্বীনের আলোকে চলতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ

রোগী দেখার ফজিলত ও আদব

প্রাণীর প্রতি মমতায় মহানবী

শীতে ছড়িয়ে দিন মানবিক উষ্ণতা

ভারতে আজহারীর নামে ভুয়া প্রচারণা চালিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা

আজানের পর কতটুকু বিলম্বে মাগরিব পড়া যায়

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল