হোম > ধর্ম ও ইসলাম

পুণ্যবানদের চোখে শীতকাল

আতিকুর রহমান নগরী

ইসলামের পুণ্যবান পূর্বসূরিরা হলেন সালাফ। সালাফরা শীতকে ভালোবাসতেন। কারণ তারা জানতেন এটা অলসতার মৌসুম নয়; এটা আল্লাহর আরো কাছে যাওয়ার সময়।

# উমর (রা.) বলতেন, ‘শীতকাল ইবাদতকারীদের জন্য এক বড় গনিমত।’

# ইবনু মাসউদ (রা.) যখন শীত আসত, তখন বলতেন, ‘শীতকে স্বাগত! এই মৌসুমে বরকত নেমে আসে, রাত দীর্ঘ হয় ইবাদতের জন্য আর দিন সংক্ষিপ্ত হয় রোজার জন্য।’

# ইয়াহইয়া ইবনু মু’আজ (রহ.) বলতেন, ‘রাত দীর্ঘ; ঘুম দিয়ে একে ছোট করে দিও না। ইসলাম পবিত্র; গুনাহ দিয়ে একে কলুষিত কোরো না।’

# উবাইদ ইবনু উমায়ের (রহ.) শীত এলে বলতেন, ‘হে কোরআনের অনুসারীরা! তোমাদের রাত দীর্ঘ হয়েছে, তাই দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমাদের দিন ছোট হয়েছে, তাই রোজা রাখো।’

# ইমাম ইবনু রজব (রহ.) বলেছিলেন, ‘শীত হলো মুমিনের বসন্ত। যেমন বসন্তে গাছ নতুন করে সবুজ হয়, তেমনি শীতে মুমিনের ঈমান সতেজ হয়ে ওঠে। এ সময়ে রোজা রাখো, নিজেকে সংযত করো। রাতে দাঁড়াও, হৃদয় খুলে দাও। কোরআনের আয়াতে আয়াতে নিজের ক্লান্ত আত্মাকে বিশ্রাম দাও।’

[ইবনু রজব হাম্বলী (রহ.), লাতায়িফুল মাআরিফ, পৃ. ৩২৬-৩২৮ থেকে চয়নকৃত ও সংক্ষেপিত]

এসআই

মৃত ব্যক্তির জন্য উপকারী ৯ কাজ

নতুন বছরে মুমিনের ভাবনা

রজব মাসের তাৎপর্য

আমিরাতে সব মসজিদে জুমা আদায়ের নতুন নির্দেশনা

জানাজায় অংশগ্রহণের সওয়াব ও ফজিলত

ইজতেমা নিয়ে তাবলিগের নতুন সিদ্ধান্ত

আবু বকর (রা.)-এর অর্থনীতি ও বাইতুল মাল ব্যবস্থা

আকাশপথে নামাজের সুবিধা দেবে এমিরেটস

শহীদের অকল্পনীয় মর্যাদা

বছর শেষে আমাদের করণীয়