হোম > ধর্ম ও ইসলাম

রাষ্ট্রীয় আমন্ত্রণে ইরান যাচ্ছেন বাংলাদেশি কারি মাহবুবুর রহমান

ডেস্ক রিপোর্ট

ইরান সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অনুষ্ঠান ‘বারনামাজে মেহফিলে কোরআনি’তে অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের কারি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তিনি। অনুষ্ঠানটি ইরানের জাতীয় টেলিভিশনে রমজান মাসব্যাপী প্রচার করা হবে। আগামী ২৭ জানুয়ারি ইরানের উদ্দেশে রওনা হবেন মাহবুবুর রহমান।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিখ্যাত কারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোরআন তেলাওয়াত করেন। পুরো রমজান মাস তাদের সুললিত কণ্ঠের তেলাওয়াত দেশটির জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়। এবার বাংলাদেশ থেকে ইরান সরকারের আমন্ত্রণ পেয়েছেন কারি মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে কোরআনের খেদমত করার তাওফিক দিয়েছেন। আমৃত্যু কোরআনের খেদমতের সঙ্গে থাকতে চাই। বিশ্ব দরবারে ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরতে চাই। সবার কাছে আমার জন্য দোয়া চাই।’

কারি মাহবুবুর রহমান দারুল ইরফান গার্লস মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্টারগার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ সেনাবাহিনীর আজান ও কিরাতের প্রশিক্ষক। এর মধ্যে ভারতের কয়েকটি প্রদেশে আন্তর্জাতিক কিরাত কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। অনলাইনে দেশ-বিদেশের বহু মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন।

ইবাদত শুধু আল্লাহর, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য

হতাশার মুহূর্তে দুশ্চিন্তা থেকে মুক্তির পথ

বোনদের পৈতৃক সম্পত্তি দিতে গড়িমসি জঘন্য পাপ

নারীমুক্তির অগ্রদূত মহানবী (সা.)

বিজয় উদযাপনে ইসলামের শিক্ষা

বিয়েতে কনের সম্মতি নেয়ার সঠিক পদ্ধতি জেনে নিন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

ঠান্ডা সময়ে নামাজ আদায়ের ফজিলত

নবী-রাসুলদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যারা

আল্লাহকে খুশি করুন, খুলে যাবে প্রকৃত সুখের দরজা