হোম > ধর্ম ও ইসলাম

নবীজির কটূক্তিকারী সদালাঞ্ছিত

উম্মেহানী বিনতে আব্দুর রহমান

ছবি: সংগৃহীত

আমাদের ঈমানের বিরানভূমিকে যিনি সবুজ-সতেজ করে তুলেছেন, যাঁর অনুপ্রেরণা, শিক্ষা ও জীবনাদর্শ আমাদের তাকওয়াপূর্ণ জীবন ও আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করেছে, তিনি খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি (সা.) ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব, যাঁকে ভালোবাসা, সম্মান ও অনুসরণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

কোরআন ও হাদিস নবীজি (সা.)-এর মর্যাদাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ সাব্যস্ত করে। নবীজিকে অসম্মান করা শুধু গোনাহ নয়, বরং ঈমান থেকে ছিটকে যাওয়ার অন্যতম কারণ। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে প্রিয় হয়ে উঠি।’ (বুখারি : ১৫)

পরিতাপের বিষয়, সর্বযুগের শ্রেষ্ঠতম এই মহামানবকে নিয়েও যুগে যুগে কিছু চামচিকা কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়েছে। রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি অত্যন্ত গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কোরআন, হাদিস ও ফিক্বহে কটূক্তিকারীর শাস্তির বিধান নিয়ে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। আল্লাহ বলেন, ‘নবীকে কষ্ট দেওয়া তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনার কারণ হবে।’ (সুরা আহজাব : ৫৭)

মুসলিম যদি নবীজিকে নিয়ে কটূক্তি করে, সেক্ষেত্রে একাধিক ফিক্বহ বিশারদরা একমত যে, ইচ্ছাকৃতভাবে নবীজিকে কটূক্তি করলে তা কুফরি (ধর্মত্যাগ) বলে গণ্য হয়। তাকে তওবা করতে বলা ফরজ। তাওবা না করলে ইসলামি আদালত তাকে মৃত্যুদণ্ড দেবে। পক্ষান্তরে যদি কোনো অমুসলিম নবীজিকে (সা.) কটূক্তি করে, তাহলে ইসলামি শাসনব্যবস্থায় তাদের জন্যও শাস্তির বিধান রয়েছে। অনেক ফক্বিহর মতে মৃত্যুদণ্ডও হতে পারে।

আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘নিশ্চয়ই রাসুলুল্লাহ (সা.) সৃষ্টির সেরা এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সৃষ্টি। তাঁর এমন অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাঁকে সব নবী-রাসুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ (মাজমুউল ফাতাওয়া : ১/৩১৩)। তাই তাঁকে নিয়ে কটূক্তিকারী মানবতাবিরোধী অপরাধী।

আল্লাহ বলেন, ‘আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।’ (সুরা ইনশিরাহ : ৪)। রাসুল (সা.)-এর সম্মান ও মর্যাদা আল্লাহ তায়ালা নির্ধারণ করেছেন। তাই ইচ্ছা করে তাঁর মর্যাদা কেউ বাড়াতে কিংবা কমাতে পারবে না। যুগে যুগে মুশরিক ও ইসলামবিদ্বেষীরা নবীজিকে নিয়ে যারাই কটূক্তি ও অবমাননা করেছে, তারাই লাঞ্ছিত ও ধিক্কৃত হয়েছে।

শাবানের চাঁদ দেখা যায়নি, পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

দেশে পবিত্র শবেবরাত কবে, জানা যাবে কাল

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

শীতকালীন ভ্রমণ, সৃষ্টিতে খুঁজি স্রষ্টাকে

আল্লাহর একান্ত সান্নিধ্যে নবীজি

নিকাবে নারীর মর্যাদা ও নিরাপত্তা

ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে

যে বছরে হজ আসবে ২ বার, ঈদ হবে ৩টি

মিথ্যা সাক্ষ্য শিরকের সমতুল্য পাপ

তীব্র শীতে তায়াম্মুম