হোম > ধর্ম ও ইসলাম

লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা পেলেন যারা

ডেস্ক রিপোর্ট

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যদের সাহিত্য চর্চা ও সাংবাদিকতায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সাহিত্যকর্ম ও সাংবাদিকতার স্বীকৃতি দিতে গতবারের মতো এবারও ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়েছে। এ বছর লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা পেয়েছেন দশ লেখক ও তিন সাংবাদিক।

গতকাল রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী লেখক ও সাংবাদিকদের বিশেষ উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মুফতি মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টুয়েন্টফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদির প্রমুখ।

২০২৩ সালে প্রকাশিত ফোরাম সদস্যদের পাঠানো প্রায় পঞ্চাশ বইয়ের ওপর মূল্যায়ন করে সেরা ১০ জনকে গ্রন্থ সম্মাননা প্রদান করা হয়। ৩ জনকে দেওয়া হয় মিডিয়ায় সেরা প্রতিবেদন তৈরির জন্য ফিচার সম্মাননা।

লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ প্রাপ্তরা হলেন—

১. মাসউদুল কাদির

বই: অনুপম সাহিত্য (শিশু সাহিত্য)

২. মিরাজ রহমান

বই:দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ সা. (গবেষণা)

৩. জুবায়ের রশীদ

বই: সাহাবিদের জ্ঞানচর্চার ইতিহাস (ইতিহাস-জীবনী)

৪. মুফতি শরিফুল ইসলাম নাঈম

বই: বিশ্ববিখ্যাত ১০০ আলেম (ইতিহাস-জীবনী)

৫. সায়ীদ উসমান

বই: দ্য টাইগার অব ফিলিস্তিন (গল্প-উপন্যাস)

৬. আবদুল্লাহ আশরাফ

বই: ঝিলামের রাজকন্যা (গল্প-উপন্যাস)

৭. আবদুল্লাহ আল মুনীর

বই: শরিয়তনামা (গল্প-উপন্যাস)

৮. মামুনুর রশীদ নদভি

বই: সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (অনুবাদ)

৯. আবু নাঈম ফয়জুল্লাহ

বই: মুহতামিমের রোজনামচা (প্রবন্ধ-আলোচনা)

১০. মিযানুর রহমান জামীল

বই: শিউলি ফোটার দিনে (ছড়া-কবিতা)

প্রতিবেদন সম্মাননা ২০২৪ পেলেন যারা

১. মুফতি আবদুল্লাহ তামিম

ফিচার : 'মধ্যপ্রাচ্যে দেখা যায় বিশ্বের বড় বড় গ্রন্থাগার'

২. কাউসার লাবীব

ফিচার : 'মাদরাসা সংকটে পড়লে সমাধানের দায়িত্ব কার? কে আসবে এগিয়ে?'

৩. নুরুদ্দীন তাসলিম

ফিচার : 'হাজরে আসওয়াদ : জান্নাতি পাথরটি এলো যেভাবে'।

এছাড়াও অনুষ্ঠানে আয়োজিত জুলাই বিপ্লবের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাহফুজ ইকরাম, দ্বিতীয় হয়েছেন আনিস আরমান, তৃতীয় হয়েছেন নাঈমুর রহমান, চতুর্থ হয়েছেন মাহমুদ হাসান এবং পঞ্চম হয়েছেন আহমাদ যুবায়ের খান।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মধ্যে সারাদেশের প্রায় পাঁচশ লেখক এই সংগঠনের সদস্য।

ইবাদত শুধু আল্লাহর, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য

হতাশার মুহূর্তে দুশ্চিন্তা থেকে মুক্তির পথ

বোনদের পৈতৃক সম্পত্তি দিতে গড়িমসি জঘন্য পাপ

নারীমুক্তির অগ্রদূত মহানবী (সা.)

বিজয় উদযাপনে ইসলামের শিক্ষা

বিয়েতে কনের সম্মতি নেয়ার সঠিক পদ্ধতি জেনে নিন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

ঠান্ডা সময়ে নামাজ আদায়ের ফজিলত

নবী-রাসুলদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যারা

আল্লাহকে খুশি করুন, খুলে যাবে প্রকৃত সুখের দরজা