চলমান বাংলাদেশ নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্স মাঠে নামা মানেই প্রতিপক্ষ গোলবন্যায় ভাসিয়ে দেওয়া। আজও একই দৃশ্য দেখা গেল। আলপি আক্তার ও ঋতুপর্ণা চাকমাদের নৈপুণ্যে রাজশাহী ১৩-০ গোলে উড়িয়ে দিল সিরাজ স্মৃতিকে। একই দিন অপর ম্যাচে বিকেএসপির বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফরাশগঞ্জ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরাজ স্মৃতির বিপক্ষে রাজশাহীর আলপি আক্তার একাই পাঁচটি গোল করেন। ঋতুপর্ণার হ্যাটট্রিক উপহার দেন। আর জোড়া গোল করেন নেপালের দীপা সাহী ও শাহেদা আক্তার রিপা। অপর গোলটি করেন মুনকি আক্তার।
এই জয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেল রাজশাহী। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে। একই ভেন্যুতে ফরাশগঞ্জ বিকেএসপির বিপক্ষে দারুণ জয় তুলে নেয়।
মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের গোল দুটি করেন। এ নিয়ে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী। ১১ দলের লিগে আর দুই রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে। শেষ দুই রাউন্ডের খেলা জাতীয় নির্বাচনের পর হবে।
আগামীকাল সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে খেলতে কাঠমান্ডু যাবে বাংলাদেশ দল। নারী লিগে শীর্ষ অনেক দলেই অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার রয়েছে। তাই ৭ ফেব্রুয়ারি সাফ টুর্নামেন্ট পর্যন্ত নারী লিগে বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।