হোম > খেলা

র‌্যাংকিংয়ে মেয়েদের আট ধাপ অবনতি

স্পোর্টস ডেস্ক

গত আগস্টে প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। মাঠে দারুণ পারফরম্যান্সের সুবাদে ১০৪তম স্থানে উঠে এসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। চার মাস পর আজ প্রকাশিত মেয়েদের নতুন ফিফা র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে দেশের মেয়েদের। আট ধাপ নিচে নেমে গেছে ঋতুপর্ণা চাকমারা। বাংলাদেশ নারী ফুটবল দল এখন রয়েছে ১১২ নম্বরে।

গত চার মাসে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সবগুলোতেই হারের তেতো স্বাদ হজম করেছে মেয়েরা। গত অক্টোবরে থাইল্যান্ডের কাছে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলে ধরাশায়ী হয়েছে আফঈদা খন্দকাররা। নভেম্বর ও ডিসেম্বরে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টেও দুটি ম্যাচে হার মেনেছে বাংলাদেশের কন্যারা।

মালয়েশিয়ার বিপক্ষে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই চার ম্যাচে ১১টি গোল হজম করে প্রতিপক্ষদের জালে দিয়েছে মাত্র ২ গোল। এমন বাজে পারফরম্যান্সের কারণেই অবনতি হয়েছে র‌্যাংকিংয়ে। নারীদের ফিফা র‌্যাংকিংয়ে সবার ওপরে রয়েছে স্পেন। আর দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র।

মাঠে এসেই বের হয়ে গেলেন মেসি, ভাঙচুর চালালেন ক্ষুব্ধ ভারতীয়রা

দুর্নীতির অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

বিশ্বকাপে চাহিদার শীর্ষে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের টিকিট

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ আনচেলত্তি!

মাঝপথেই বাতিলের শঙ্কায় লিগ!

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া-ঘানার অসম লড়াই

টিভিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই

সালাহকে ডাকছে সৌদি লিগ

ইউরোপ, লাতিন ও এশিয়ার ত্রিমুখী লড়াইয়ের মঞ্চ

কিংসের টানা পাঁচ জয়