হোম > খেলা

ফাইনালের বাকি ১৫ মিনিট খেলা হবে ২৯ এপ্রিল

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে স্থগিত হয়ে যাওয়া বাকি ১৫ মিনিটের খেলা আগামী ২৯ এপ্রিল হবে। ভেন্যু সেই ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামই। আজ বাফুফে লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল কালবৈশাখী ঝড় আবাহনী-বসুন্ধরা কিংসের ফাইনাল ম্যাচটিতে বিঘ্ন ঘটায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়।

গত ২২ এপ্রিল কালবৈশাখী ঝড় আবাহনী-বসুন্ধরা কিংসের ফাইনাল ম্যাচটিতে বিঘ্ন ঘটায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়।

লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, আগামী মঙ্গলবার ফাইনালের বাকি অংশের খেলা হবে। বসুন্ধরা কিংসকে ১০ জন নিয়েই খেলতে হবে। কারণ ১০২ মিনিটে খেলার সময় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফাহিম।

তিনি আরো বলেন, ‘বাই লজ অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যদি বাকি ১৫ মিনিটে খেলা নিষ্পত্তি না হয়, তাহলে টাইব্রেকার হবে। দল একই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। যেখান থেকে যেভাবে স্থগিত হয়েছে, সেখান থেকে সেভাবেই হবে। কোনো কিছুতেই পরিবর্তন আসবে না।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই