অভিষেক শর্মা মাঠে নামলেই রেকর্ড যেন তার পায়ে লুটিয়ে পড়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ভারতের তরুণ ওপেনার। সবচেয়ে কম বল খেলে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের কীর্তি গড়লেন এই বিস্ফোরক ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টিম ডেভিডের।
টি-টোয়েন্টিতে ১ হাজার রান করতে অভিষেকের লেগেছে ৫২৮ বল। তার পরেই আছেন টিম ডেভিড ও ভারতেরই সূর্যকুমার যাদব। টিম ডেভিডের লেগেছিল ৫৬৯ বল। সূর্যকুমার খেলেছেন ৫৭৩ বল। ইনিংসের হিসেবে অভিষেক দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ১ হাজার রান ছুঁয়েছেন। তার লেগেছে ২৮ ইনিংস। তার আগে আছেন কেবল বিরাট কোহলি (২৭ ইনিংস)।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি একটি ছক্কা ও চারটি চারে ১৩ রানে ব্যাট করছেন অভিষেক। তার সঙ্গী শুভমান গিল ব্যাট করছেন ১৬ বলে ২৯ রানে। তবে পাওয়ার-প্লে শেষ হওয়ার ঠিক আগেই বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।