টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে এসে জয়ের দেখা পেল সফরকারী ভারত। হোবার্টে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবরা। জয়টা এসেছে ৯ বল হাতে রেখেই। দারুণ এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে অতিথি দলটি।
লক্ষ্যটা ছিল বিশাল -১৮৭। কিন্তু টার্গেটটা ছুঁতে মোটেই বেগ পেতে হয়নি ভারতীয়দের। ছোট ছোট অথচ কার্যকরী ইনিংস খেলেই জয়ের ভিত গড়ে নেয় তারা। ভিলক ভার্মা ২৯, অভিষেক শর্মা ২৫ আর সূর্যাকুমার ২৪ রান এনে দেন। শেষের কাজটুকু সারেন ওয়াশিংটন সুন্দর আর জিতেশ শর্মা। ৪৯ রানে অপরাজিত থেকে যান ওয়াশিংটন। ২২ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে দলকে জিতিয়ে তবেই সাজঘরে ফেরেন জিতেশ।
তার আগে বেলেরিভ ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। যদিও শুরুটা তাদের মোটেই ভালো ছিল না। তাদের উইকেট পতনের ধারা ছিল এমন- ১/৬, ২/১৪, ৩/৭৩ ও ৪/৭৩। ব্যাটিং বিপর্যয়টা তারা কাটিয়ে উঠে টিম ডেভিডের ব্যাটে। তার ব্যাট থেকে আসে ৭৪ রানের দারুণ এক ইনিংস। ৩৮ বলের মারকুটে ইনিংসটি সাজিয়েছেন তিনি ৮ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে। তার সঙ্গে ফিফটি হাঁকিয়েছেন মার্কাস স্টয়নিসও। ৩৯ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় দলীয় স্কোরে যোগ করেন ৬৪ রান। ৩৫ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আর্শদীপ সিং।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৮৬/৬, ২০ ওভার (ডেভিড ৭৪, স্টয়নিস ৬৪, শর্ট ২৬; আর্শদীপ ৩/৩৫, বরুণ ২/৩৩ ও দুবে ১/৪৩)।
ভারত: ১৮৮/৫, ১৮.৩ ওভার (সুন্দর ৪৯*, তিলক ২৯, অভিষেক ২৫, সূর্যকুমার ২৪, জিতেশ ২২*; এলিস ৩/৩৬, স্টয়নিস ১/২২ ও বার্টলেট ১/৩০)।
ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আর্শদীপ সিং।
সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা।