হোম > খেলা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বেকায়দায় ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২৬ সালের আসরের ড্র অনুষ্ঠানে শান্তি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই বিপত্তিতে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইনফান্তিনো সংস্থাটির রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফিফা নৈতিকতা কমিটির কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কয়ার’।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং সাক্ষাৎকারও দেন ইনফান্তিনো। এ কারণেই মূলত কাঠগড়ায় ফিফা প্রধান। ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নিয়মের ‘চারটি স্পষ্ট লঙ্ঘন করেছেন’ বলে অভিযোগ ফেয়ার স্কয়ারের। তারা ফিফার এথিকস কমিটিতে একটি অভিযোগপত্র পাঠিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, একজন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এ ধরনের একটি পুরস্কার প্রদান ফিফার নিরপেক্ষতার কর্তব্যের স্পষ্ট লঙ্ঘন।

‘শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ পদক্ষেপ গ্রহণ’ এবং ‘বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করার’ স্বীকৃতি হিসেবে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেওয়ার আগে একটি ভিডিও দেখানোর পর ইনফান্তিনো তার বক্তৃতায় বলেন, ‘একজন নেতার কাছ থেকে আমরা এটাই চাই’ এবং ‘প্রেসিডেন্ট সাহেব, আপনি সব সময় আমার সমর্থনের ওপর নির্ভর করতে পারেন।’

ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

আকসু কর্মকর্তা থাকবেন বিসিবির অধীনে

কনওয়ে-হের ব্যাটে এগিয়ে নিউজিল্যান্ড

র‌্যাংকিংয়ে মেয়েদের আট ধাপ অবনতি

নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

বিসিবির সামনে হঠাৎ বিক্ষোভ

ক্রিকেটার রায়হানের বিরুদ্ধে চার্জশিট

আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট

বার্নাব্যুতেই জয় তুলে রিয়ালকে খাদে ঠেলে দিল ম্যানসিটি

আসিফ মাহমুদ জিতবেন এই ম্যাচ?