সাফের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন আনোয়ারুল হক হেলাল। তার জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন নেপালের ফুটবল সংগঠক পুরুষোত্তম ক্যাটেল। আগামী এপ্রিল থেকে সাফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে সাফের সাধারণ সম্পাদকের পদে আসছেন ক্যাটেল। তিনি জানান, এটি আমার জন্য এক বড় সুযোগ ও চ্যালেঞ্জ। সাফের সভাপতি কাজী সালাউদ্দিনকে ধন্যবাদ জানান ক্যাটেল।
সালাউদ্দিন বলেন, তার অভিজ্ঞতা অনেক। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এশিয়ার বিভিন্ন পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনার কাজেও সময় কাটান ক্যাটেল।