অনিয়মের প্রতিবাদে মিমো, সুজনরাও
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটি প্রত্যাহারের দাবিতে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সামনে মানববন্ধন করেছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। কামরুন নাহার ডানার নেতৃত্বে এই মানববন্ধনে যোগ দেন সাবেক হকি খেলোয়াড় পুরস্কর ক্ষিসা মিমো, সাবেক ফুটবলার সুজনসহ আরো অনেকে।
এর আগে মহিলা ক্রীড়া সংস্থার কমিটি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন তারা। তাদের দাবি না মানলে সামনে আরো বড় কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়। অন্যদিকে, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশনগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে এনএসসি। মহিলা ক্রীড়া সংস্থার কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে ফেডারেশনগুলোতে আকস্মিক নির্বাচনের নির্দেশনার সমালোচনাও করেছেন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকরা।
সাবেক স্বর্ণজয়ী শুটার স্বর্ণজয়ী শুটার সাবরিনা সুলতানা বলেন, ‘জেলা-বিভাগে সর্বত্র অ্যাডহক কমিটি। সেখানে আগে নির্বাচন না দিয়ে ফেডারেশনের নির্বাচন দেওয়া সমীচীন নয়।’ সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ও সংগঠক মারুফ ফেডারেশনের নির্বাচনের নির্দেশনা নিয়ে সন্দিহান। তিনি বলেন, ‘কারা নির্বাচনের ভোটার হবে, কীভাবে নির্বাচন হবে কোনো সুস্পষ্ট গাইডলাইন নেই। এভাবে তো ফেডারেশনের নির্বাচন হতে পারে না।’