হোম > খেলা

সিরিজ জয়ের লক্ষ্যে ভালো শুরু পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল পাকিস্তান। এবার দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের পথে রয়েছে সালমান আলী আগার দল। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৮৯ রানের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য ৪২ ওভারে ২১৬ রান দরকার পাকিস্তানের। ক্রিজে আছেন দুই অপরাজিত ব্যাটার ফখর জামান (২৭) ও সাইম আইয়ুব (৩৩)।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিফটি স্পর্শ করে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২৪ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর অন্য ওপেনার কামিল মিশারা ২৭ রান করে বিদায় নেন। কুসল মেন্ডিস ও সাদিরা সামাবিক্রমার জুটিটাও বড় হয়নি। মেন্ডিস ২০ রান করে আউট হন। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ফিরে যান ৬ রান করে।

মিডল অর্ডারে জানিথ লিয়ানাগে ও সাদিরা মিলে দারুণ এক জুটিতে দলকে দেড়শ পার করেন। সাদিরা ৪২ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর কামিন্দু মেন্ডিস দ্রুতগতিতে ৪৪ রান করে যান। দলের হয়ে একমাত্র ফিফটি করার পরে একই পথ ধরেন জানিথ লিয়ানাগেও। তার ব্যাট থেকে আসে ৫৪ রান। শেষদিকে ২৬ বলে ৩৭ রানের ইনিংসে দলকে তিনশর কাছাকাছি নিয়ে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতেই ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন হারিস রউফ ও আবরার আহমেদ। ১টি উইকেট দখল করেন মোহাম্মদ ওয়াসিম।

সংক্ষিপ্ত স্কোর (অসমাপ্ত)

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮৮/৮ (লিয়ানাগে ৫৪, কুসল ৪৪, সাদিরা ৪২; আবরার ৩/৪১, রউফ ৩/৬১)

পাকিস্তান : ৮ ওভারে ৭৩/০ (ফখর ২৭*, সাইম ৩৩*; আসালাঙ্কা ০/১১)

বাবরের সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের

ক্যাম্প ন্যুতে বসবে মেসির ভাস্কর্য

সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিং, ৩২ বলে সেঞ্চুরি

শেষ মুহূর্তে গোল হজমে যে ব্যাখ্যা দিলেন কাবরেরা

পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এমবাপ্পের ৪০০ গোল, ছুঁতে চান এক হাজারের মাইফলকও

১০ লাখ টাকা করে পাচ্ছেন তিন পদকজয়ী আর্চার

বুমরাহর ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকা ১৫৯ অলআউট

দলীয় পারফর্ম্যান্সে জয় আসায় খুশি শান্ত

ড্রয়ে হতাশ হামজা, নজরে ভারত ম্যাচ