স্পোর্টস রিপোর্টার
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের সূচি, নিলামের তারিখ এবং দলসংখ্যা জানা গেল। বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়।
আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে আগামী বছরের ১৬ জানুয়ারি। এবারের আসরে দল থাকবে মোট ছয়টি। প্লেয়ার্স ড্রাফট বসবে ৩০ নভেম্বর বিকাল তিনটায়।