হোম > খেলা

সত্যিকারের যোদ্ধা সিরাজ

স্পোর্টস ডেস্ক

ম্যাচসেরা সিরাজ। ছবি: এএফপি

সিরাজের ইয়র্কার লেংথের বলের জবাব খুঁজে পেলেন না গাস অ্যাটকিনসন। উড়ে যায় ইংলিশ ব্যাটারের অফস্টাম্প। এরপর সিরাজকে আর পায় কে! খানিকটা ছুটে গিয়ে আইডল রোনালদোর সেই আইকনিক ‘সিউ’ উদযাপনে মাতলেন ভারতীয় পেসার। অথচ এই ম্যাচের ভিলেন হতে পারতেন তিনিই।

চতুর্থ দিনে হ্যারি ব্রুকের নিশ্চিত ক্যাচকে ছক্কা বানিয়ে হতাশায় পুড়ছিলেন। তবে সিরাজ দমে গেলেন না, প্রায়শ্চিত্ত করলেন পঞ্চম দিনে। পঞ্চম দিনের সকাল পুরোটাই সিরাজময়। শেষ দিনে তিনটি উইকেটসহ ইনিংসে তার শিকার ৫ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ তিনিই। পাঁচ টেস্টের সবকটিতে খেলে সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেটও তার।

ভারতীয় দলের পেস বোলিং কোচ মরনে মরকেলের ভাষায় সিরাজ ‘জাত নেতা’। অবশ্য এই বিশেষণ সিরাজের জন্য নতুন কিছু নয়, যেখানে প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় তারকা জো রুটই সিরাজকে অন্যভাবে বিশেষায়িত করেন। জো রুটের ভাষায় ‘সিরাজ সত্যিকারের যোদ্ধা’। যে যোদ্ধা দলের প্রয়োজনের মুহূর্তে দাবি মেটান, নিজের ভুলে মাশুল গোনেন, আবার দলের বাঁচা-মরার মুহূর্তে হয়ে ওঠেন ত্রাতা। সিরাজই তো জাত নেতার সঙ্গে যোদ্ধার আদি রূপ।

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

সড়ক দুর্ঘটনায় সাবেক ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

মেসির গোলের পরও মিয়ামির হার, ফয়সালা তৃতীয় ম্যাচে

প্রথম শিরোপার খোঁজে ভারত-দক্ষিণ আফ্রিকা

টিভির পর্দায় নারী ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

বাবরের চেয়ে এগিয়ে রোহিত

যে সিরিজে মিডলঅর্ডার পুরোই ডিসঅর্ডার!

শেষ ম্যাচ জিতে সিরিজ পাকিস্তানের

আর্সেনালের জয়, ম্যানইউয়ের হোঁচট

মুন্সীগঞ্জে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার সম্পন্ন