হোম > খেলা

বাংলাদেশ-ভুটানের পয়েন্ট ভাগাভাগি

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

সাফ নারী ফুটসাল শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। যে কারণে শনিবার ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছেন সাবিনা খাতুনরা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল তারা। দুই ম্যাচে বাংলাদেশের অর্জন চার পয়েন্ট। একইদিন ভারত ৮-১ গোলে হারায় নেপালকে। এই জয়ে তিন ম্যাচ খেলে ভারতের অর্জন ছয় পয়েন্ট। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৯ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল।

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাঁচ মিনিটে ডেকি লাজম গোল করে ভুটানকে এগিয়ে দেন। তবে দুই মিনিটের মধ্যেই ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমা দুর্দান্ত এক গোল করে আনন্দের উপলক্ষ এনে দেন। খেলার প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার শুরুতে এগিয়ে যায় ভুটান। ২৭ ও ৩০ মিনিটে সোনাম লামো টানা দুই গোল করে ভুটানকে ৩-১-এর ব্যবধান এগিয়ে দেন।

তবে জোড়া গোল হজম করলেও হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন সাবিনা-সুমাইয়ারা। অবশেষে সফল হন তারা। ৩৫ মিনিটে সাবিনা খাতুন একক নৈপুণ্যে গোল ব্যবধান কমান। পরের মিনিটে মাসুরা পারভিন গোল করে ম্যাচে বাংলাদেশকে সমতায় ফেরান। খেলার বাকি সময়ে দুদলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। বাংলাদেশ দলের গোলরক্ষক ঝিলি পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তিনি দলকে ম্যাচে টিকিয়ে থাকতে বড় ভূমিকা রাখেন। যে কারণে ভুটানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে সক্ষম হয় বাংলাদেশ।

বিশ্বকাপের ৩৩০টি টিকিট পাচ্ছে বাফুফে

দেম্বেলে ম্যাজিকে শীর্ষে পিএসজি

২৩২ বছর পর নতুন বিশ্বরেকর্ড

নারী লিগে শামসুন্নাহারের ‘শো’

রংপুর-রাজশাহীর জয়

হারে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডার্বিতে ম্যানইউ'র চমক, জয়ে ফিরল রিয়াল

বিপিএলে প্লে অফ নিশ্চিত করল রংপুর

দুই অধিনায়কের নো হ্যান্ডশেক অনিচ্ছাকৃত

এখনো কারণ দর্শানোর উত্তর দেননি নাজমুল