সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশ দুর্দান্ত সূচনা করলেও বাজে মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ পিটার বাটলার। নেপালের পোখারা স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ১২-০ গোলে জয়ের পর এই ইংলিশ কোচ বলেন, ‘এই পিচটি (পোখারার মাঠ) ফুটবল খেলার জন্য মোটেও উপযুক্ত নয়। এটাকে সবুজ রঙ করে দেওয়া হয়েছে, যেন দেখতে ঘাসের মতো লাগে! মাঠের আউটফিল্ড একদমই ভালো ছিল না।’
এমন মাঠে খেলা ঝুঁকিপূর্ণ মনে করেন বাটলার, ‘বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড়দের বিকাশের জন্য সঠিক মাঠে খেলা অত্যন্ত জরুরি। এমন অনুপযুক্ত মাঠে খেলানো মোটেও উচিত নয়।’ স্কোরলাইন দেখে ম্যাচের মান বিচার করতে চান না বাটলার।
তিনি বলেন, ‘আমরা খুব ভালো ফুটবল খেলেছি বলে মনে হয় না। এই মাঠে ভালো ফুটবল খেলা সম্ভবও নয়। কিন্তু আমরা পরিস্থিতির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছি।’ বাটলার আরো বলেন, ‘ম্যাচ শেষে খেলোয়াড়দের সুস্থ থাকা অনেক জরুরি এবং আমরা তা করতে পেরেছি। দল দ্রুত বিশ্রাম নেবে, ভারত বনাম নেপালের ম্যাচ পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবে।’