হোম > খেলা

নাটকীয় ফাইনালে বাংলাদেশের হার, পাকিস্তান চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

১২৬ রানের টার্গেটে ৯৬ রানে নেই ৯ উইকেট! ১ উইকেট হাতে রেখে দরকার ৩০ রান। অসম্ভবই বটে। এরপর যা হলো সেটাকে বলা যায় অকল্পনীয়, অবিশ্বাস্য! বাংলাদেশ 'এ' দলের লেজের দুই ব্যাটার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল মিলে ১৯ নম্বর ওভারে দেখালেন ভেলকি। সাকলাইন দুটি ও রিপন মন্ডল একটি ছক্কা হাঁকান। সেই ওভারই ম্যাচের গতিপথ বদলে দেয়।

শেষ ওভারে ম্যাচ জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৭ রান। শেষ বলে জেতার জন্য সমীকরণ দাঁড়ায় দুই রান। কিন্তু এক রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। তাতেই ম্যাচ টাই। খেলা গড়ায় সুপার ওভারে। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল সুপার ওভারে। তবে ফাইনালে এসে সুপার ওভারে আর পারলো না। ৭ রানের লক্ষ্য অনায়াসে পার হয়ে এবার জিতল পাকিস্তান।

ইমার্জিং এশিয়া কাপে এ নিয়ে তিন শিরোপা জিতল পাকিস্তান। এর আগে ২০১৯ এবং ২০২৩ এ টুর্নামেন্টের ট্রফি জিতেছিল তারা। প্রথম দল হিসেবে তারা তিনবার শিরোপা জিতল। ঠিক উল্টোপথে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ তিনবার টুর্নামেন্টের ফাইনালে খেলে তিনবারই হারল।

১২০ বলে ১২৬ রানের লক্ষ্য। বোলাররা ঠিকমতো কাজটা করলেও ব্যাটাররা দেখালেন উল্টোটা। রান তাড়ায় নেমে স্বভাবজাত ঝোড়ো ব্যাটিং শুরু করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। তবে তাকে সঙ্গ দিতে পারেননি জিসান আলম (৪)। ১৭ বলে ২৬ রান করা সোহান ফিরলে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস! মাহিদুল ইসলাম অংকন (০), ইয়াসির আলী (৮) ও আকবর আলীরা (২), মাহফুজুর রহমান রাব্বি (৩), মৃত্যুঞ্জয় চৌধুরীরা (০) কিছুই করতে পারেননি।

সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন এসএম মেহরব ও রাকিবুল হাসান। মেহেরব (১৯) ও রাকিবুল (২৪) ফিরলে ৯৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের হার যখন সবাই ধরে নিয়েছে, তখনই শেষ উইকেটে সাকলাইন (১৬*) ও রিপনের(১১*) জুটির ম্যাজিক এবং ম্যাচ সুপার ওভারে। 


এর আগে পাকিস্তান পাওয়ারপ্লেতে ৪০ রান তুলেও ৩ উইকেট হারায়। সাতে নামা সাদ মাসুদই একটু আলোর ঝলকানি দেখালেন। ২৬ বলে ৩৮ রানের এক ঝোড়ো ইনিংস খেললেন বটে, বাকিরা কেউ তাকে সঙ্গ দিতে পারলেন না খুব একটা। ২৩ বলে ২৫ রান আরাফাত মিনহাসের।


বাংলাদেশের হয়ে রিপন ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট বাঁহাতি স্পিনার রাকিবুল হাসা।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১২৬/১০ (মাসুদ ৩৮, মিনহাস ২৫; রিপন ৩/২৫, রাকিবুল ২/১৬)
বাংলাদেশ : ২০ ওভারে ১২৬/৯ (সোহান ২৬, রাকিবুল ২৪; মুকিম ৩/১১, মিনহাস ২/৫)
ফল : সুপার ওভারে পাকিস্তান জয়ী।

সিটির দুঃস্বপ্ন, আর্সেনালের গোল উৎসব

হ্যাটট্রিক জয়ে ফাইনালে পাকিস্তান

শিরোপা জিততে বাংলাদেশের চাই ১২৬ রান

টেস্টের ২৫ বছরে ২৫ নম্বর জয়

ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছেন শান্ত

পেস ঝড়ে রহিমের ৬, জায়েদের ৫ উইকেট

মিরপুর টেস্টে যত রেকর্ড

যেখানে সবাইকে ছাড়িয়ে তাইজুল

মুথুস্যামি ১০৯, ইয়ানসেন ৯৩, প্রোটিয়াদের দাপটের দিন

সাইফউদ্দিন-মাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি দল