এল ক্লাসিকোতে জিতে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে উঠিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের জয়ের দিনে প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও চেলসি। লিভারপুল ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। টটেনহামের বিপক্ষে চেলসির জয় এসেছে ১-০ ব্যবধানে। জার্মান বুন্দেসলিগায় জিতেছে বায়ার্নও। তারা ৩-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেনকে।
ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়টা এসেছে সহজে। দলের হয়ে জোড়া গোল করেছেন একদিন আগেই প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস জাল খুঁজে নিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরো বাড়ত। এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট ৩০ নিয়ে শীর্ষস্থান পোক্ত করল রিয়াল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল দুই এবং একটি কম খেলে ২২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা তিনে রয়েছে।
টানা চার ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে তাদের জয়ে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে, পাউ তরেসের পায়ে লেগে। এই ম্যাচে গোল করে প্রিমিয়ার লিগে একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল-অবদানের দিক থেকে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনির রেকর্ড স্পর্শ করেছেন সালাহ। এছাড়া লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। তার ওপরে আছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)। ১০ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে লিভারপুল। দুইয়ে বোর্নমাউথ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
চেলসির জয়ে একমাত্র গোলটি করেছেন জোয়াও পেদ্রো। আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুসেনকে হারানোর ম্যাচে বায়ার্নের হয়ে ২৫ মিনিটে গোলের খাতা খোলেন জিনাব্রি। ৩১ মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৪৩ মিনিটে আত্মঘাতী থেকে তৃতীয় গোলটি পায় বায়ার্ন।